ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং মাইক্রোসফট রিসার্চ যৌথভাবে তারহীন প্রযুক্তির এ লেন্স তৈরি করছে।
মাইক্রোসফট রিসার্চ-এর গবেষক বাবাক পারভিজ জানিয়েছেন, আমরা লেন্সের মধ্যে গ্লুকোজ সেন্সর বসাতে পেরেছি এবং পরীক্ষায় দেখা গেছে এ লেন্সের মাধ্যমেই রক্তে গ্লুকোজের মাত্রা জানা সম্ভব হয়েছে। গবেষকরা ক্ষুদে একটি রেডিও তৈরি করেছেন যা লেন্সে তারবিহীনভাবে তথ্য পাঠাতে পারে। এ ছাড়াও স্মার্টফোনের সঙ্গে এ লেন্সের যোগাযোগও থাকবে।
গবেষকরা বলছেন, ডায়াবেটিক রোগীর শরীরে সুই ফুটিয়ে রক্ত পরীক্ষার ঝামেলা থেকে মুক্তি দেবে মাইক্রোসফট-এর কন্ট্যাক্ট লেন্স। এখনও এ লেন্স নিয়ে পরীক্ষা করছে মাইক্রোসফট। তবে, গবেষকরা আশা করছেন খুব শিগগিরই এ ডিভাইসটি বাজারে চলে আসবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment