মাইএফসি’র দাবি, ‘পাওয়ারট্রেক’ হচ্ছে বিশ্বের প্রথম পোর্টেবল ফুয়েল সেল চার্জার যা হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। এ ডিভাইসটি মোবাইল ফোন এবং অন্যান্য ফুয়েল সেলচালিত ডিভাইসে ব্যবহার করা যাবে।
চার্জারটিতে কোনো ফুয়েল প্যাক এবং পানি মিশিয়ে দিলেই হবে। এর সঙ্গে থাকা ইউএসবি পোর্টটি মোবাইলে যোগ করলেই চার্জ নেবে ডিভাইসটি।
এবারের সিইএস মেলায় এ ডিভাইসটি দেখানো হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment