গবেষকরা বলছেন, আমাদের ছায়াপথের রং ধবধবে সাদা যা প্রতিফলিত তুষারের রংয়ের মতো দেখায়। ছায়াপথের রংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ছায়াপথের বয়স নির্ধারণ, নতুন-পুরাতন নক্ষত্রের তথ্য জানা সম্ভব হয়। রংয়ের ভিত্তিতে ছায়াপথ দুটি ভাগে ভাগ করেছেন গবেষকরা। লাল রংয়ের ছায়াপথগুলো বয়স্ক এবং সেখানে নতুন নক্ষত্র কমই সৃষ্টি হয়। আর নীল রংয়ের গ্যালাক্সিগুলো নবীন এবং সেখানে নতুন গ্রহ-নক্ষত্র নিয়মিত তৈরি হয়। আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ এ দুটি ভাগের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। অর্থাৎ, আমাদের ছায়াপথের বয়স খুব বেশি নয় আবার একেবারে নবীনও নয়।
আমেরিকান অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির ২১৯তম সভায় এ তথ্য জানানো হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment