ম্যান’স হেলথ সাময়িকীর যুক্তরাষ্ট্র সংস্করণে প্রকাশিত এ গবেষণাটিতে ১৯৫০-এর দশকের আগে ও পরের সময়ে পুরুষের দাম্পত্য জীবনের তুলনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৯৫০-এর দশকের আগে পরিবারের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রণ থাকত শুধুই পুরুষের হাতে। স্ত্রীদের কাজ করার অনুমতি দিতেন না স্বামীরা। তবে দিন বদলেছে। আয়-রোজগার করা স্ত্রীদেরই এখন বেশি পছন্দ স্বামীদের।
গবেষণায় দেখা গেছে, এক-তৃতীয়াংশ পুরুষ মনে করে, স্ত্রীর আয় থাকতেই হবে—এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে ৪৫ শতাংশ পুরুষ স্বীকার করেছে, স্ত্রী যদি বেশি আয় করে, তাহলে ঘরবাড়ির কাজ করতেও ‘খুবই আগ্রহী’ তারা।
প্রতি পাঁচজনের একজন স্বামী এরই মধ্যে গৃহে কাজ করছেন। পরিবারে অর্থ জোগান দেওয়া স্ত্রীদের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা। তবে স্বামীদের অর্ধেক মনে করেন, এ কাজ করতে গিয়ে নিজেদের ‘পুরুষালি ভাব’ বিসর্জন দিতে হয়েছে তাঁদের। এএনআই।
0 comments:
Post a Comment