নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য ‘স্পেয়ারওয়ান’ মোবাইল ফোন তৈরি করা হয়েছে জরুরী অবস্থার কথা মাথায় রেখে। এ মোবাইলে চার্জ দেয়া হলে বা চার্জবিহীন ফেলে রাখলেও ব্যাটারি ১৫ বছরের আগে নষ্ট হবার আশংকা কম। এ মোবাইল ফোনে একটি এএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও এ ফোনটিতে স্মার্টফোনের মতো অনেক বেশি ফিচার নেই। কেবল মোবাইল ডায়াল করার জন্য গুরুত্বপূর্ণ নম্বরগুলো রাখা আছে। কেবল গুরুত্বপূর্ণ ফোন করা এবং ফোন রিসিভ করার কাজ করে স্পেয়ারওয়ান। এ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে লোকেশন জানাতে পারে এ ফোনটি।
ফিচার হিসেবে এ মোবাইলটিতে কেবল টর্চ সুবিধা রয়েছে। জরুরী অবস্থায় ব্যাক-আপ ফোন হিসেবে স্পেয়ারওয়ান ব্যবহার করা যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment