আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা জারি করলেও তাতে বিন্দুমাত্র বিচলিত নয় ইরান। আন্তর্জাতিক বিশ্বকে নিজেদের শক্তি সম্পর্কে জানান দিতে আরও বড় ধরনের সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের দাবি, এ মহড়া হবে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গতকাল শুক্রবার জানায়, ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালিতে এ সামরিক মহড়া শুরু হবে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ মহড়ার মাধ্যমে তারা বড় ধরনের চমক দেখাতে চায়। তবে চমকটি কী, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
গত বছরের ২৪ ডিসেম্বর থেকে হরমুজ প্রণালিতে ১০ দিনব্যাপী সামরিক মহড়া চালায় ইরান। ওই মহড়ায় মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় দেশটি।
ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় কমিশন (ইইউ) তোড়জোড় শুরু করলেও তেহরান গত বৃহস্পতিবার জানিয়েছে, এতে তাদের কোনো সমস্যা হবে না।
গত বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক কূটনীতিক জানান, ইরান থেকে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে ইউরোপের ২৭টি দেশের সংস্থা ইইউ। উল্লেখ্য, ইরান তাদের মোট রপ্তানির ১৮ শতাংশ তেল বিক্রি করে ইইউভুক্ত দেশগুলোর কাছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘এ ধরনের পদক্ষেপ শুধু আমাদের ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে নয়, সারা বিশ্বের কাছ থেকে প্রত্যাশা করছি।’ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাজি করাতে আগামী সপ্তাহে চীন ও জাপান সফরে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইদনার। তবে চীন গত বুধবার জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে একতরফা কোনো পদক্ষেপের বিরোধিতা করবে তারা। বিবিসি।
0 comments:
Post a Comment