শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের কপি হস্তান্তর করেন। বিকালে সংবাদ সম্মেলন করে এবারের ফল সম্পর্কে বিস্তারিত জানান তিনি।
বরিশাল বোর্ডে এবার ৯৩ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা আট বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি।
এছাড়া, ঢাকা বোর্ডের ৮১ দশমিক ৪৫ শতাংশ, রাজশাহীর ৭৯ দশমিক ৮৮ শতাংশ, কুমিল্লার ৯১ দশমিক ২৫ শতাংশ, যশোরের ৭৯ দশমিক ৮৭ শতাংশ, চট্টগ্রামের ৭২ দশমিক ৬৫ শতাংশ, সিলেটের ৮৩ দশমিক ৩৪ শতাংশ এবং দিনাজপুর বোর্ডের ৮৪ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী এবার অষ্টম শ্রেণী থেকে নবমে উত্তীর্ণ হয়েছে।
পূর্ণ জিপিএ (৫ এর ভেতরে ৫) পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে আট বোর্ডে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা। এ বোর্ডের ১২ হাজার ২১ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবার।
এছাড়া রাজশাহী বোর্ডে ৪ হাজার ২১২ জন, কুমিল্লায় ২ হাজার ৩৯৬ জন, যশোরে ২ হাজার ৭৫৪ জন, চট্টগ্রামে ২ হাজার ১৭৬ জন, বরিশালে ১ হাজার ৮৮৬ জন, সিলেটে ৭৪৮ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে এবার।
গত ১ থেকে ২১ নভেম্বর সারা দেশে মোট ১৪ লাখ ৯০ হাজার ৪৫ জন শিক্ষার্থী আট বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ লাখ ৩১ হাজার ৮৮০ জন। অর্থাৎ, পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মোট ২৯ হাজার ৮৩৮ জন।
গত বছর জেএসসিতে পাসের হার ছিল ৭১ দশমিক ৩৪ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত বছরের মতো এবারো জেএসসি ও জেডিসিতে তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যরা নবম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে তাদের পরবর্তীতে পরীক্ষায় অংশ নিয়ে অবশ্যই পাস করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment