মিউজিক রেডার ওয়েবসাইটের আয়োজনে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে তৈরি এই তালিকায় ‘থ্রিলার’- এর পরের অবস্থানেই রয়েছে লেডি গাগার ‘টেলিফোন’। আর কুইনস ব্যান্ডের ‘বোহেমিয়ান র্যাপসোডি’ আছে তিন নম্বরে। তালিকায় সেরা পাঁচের মধ্যে আরো রয়েছে জনি ক্যাশের ‘হার্ট’ এবং পিটার গ্যাব্রিয়েলের ‘স্লেজহ্যামার’।
উল্লেখ্য, ১৪ মিনিটের ‘থ্রিলার’ মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছিলো ১৯৮৩ সালে। ভিডিওটি তৈরি করেছিলেন ‘অ্যান আমেরিকান ওয়্যারউলফ ইন লন্ডন’ ছবির পরিচালক জন ল্যান্ডিস। সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি তৈরিতে খরচ করা হয়েছিলো পাঁচ লাখ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment