ইরানের নোশিরভানি ইউনিভার্সিটির গবেষক বাহরাম আজিজুল্লাহ গানজি এ মাইক্রোফোন তৈরির দাবী করেছেন।
গানজি’র দাবী, ক্ষুদে এ মাইক্রোফোনটি অদৃশ্য হেয়ারিং এইড হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়াও ডিভাইসটি হার্টের সমস্যায় হার্টবিট শোনার কাজে লাগনো যাবে। পানির নিচে আল্ট্রাসাউন্ড এবং শব্দতরঙ্গ ধরার কাজেও এ ডিভাইসটি ব্যবহার করা যাবে।
কম শক্তির এ ডিভাইসটি খালি চোখে দেখা যায় না এবং তৈরিতে খরচও কম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment