নেপালের কাঠমান্ডুভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভেলপমেন্ট (আইসিআইএমডি) এ-সংক্রান্ত তাদের অনুসন্ধান তিনটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছে। প্রতিবেদন তিনটি গত রোববার দক্ষিণ আফ্রিকার ডারবানে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।
গবেষকদের অনুসন্ধান অনুযায়ী, হিমালয়ের নেপাল অংশের হিমবাহ বিগত ৩০ বছরে ২১ শতাংশ সংকুচিত হয়েছে। একই সময়ে ভুটান অংশের হিমবাহ সংকুচিত হয়েছে ২২ শতাংশ।
বলা হচ্ছে, হিমালয়ের হিমবাহ ঠিক কী হারে গলে যাচ্ছে, তার মূল্যায়ন এই প্রথমবারের মতো তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনগুলোতে। এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এ পর্যন্ত যেসব গবেষণা হয়েছে, তার মধ্যে সবচেয়ে সমন্বিত মূল্যায়ন এটি। এর আগে ২০০৭ সালে বিজ্ঞানীরা বলেছিলেন, ২০৩৫ সালের মধ্যে এ অঞ্চলের সব হিমবাহ গলে নিঃশেষ হয়ে যাবে। এএফপি।
0 comments:
Post a Comment