মিরপুর টেস্টে সেঞ্চুরি আর সাত উইকেট নিয়েও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার এড়াতে পারেননি সাকিব। কিন্তু দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার তিনি পেয়ে গেলেন হাতে-হাতেই। আজ বৃহস্পতিবার আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি মিলেছে সাকিবের।
প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৪৪ রান ও পাকিস্তানের দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট দখল করেন সাকিব। এরই সুবাদে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখল করলেন সাবেক এই অধিনায়ক। অবশ্য টেস্টে অলরাউন্ডারদের তালিকায় সাকিবের নাম ওপরের দিকেই ছিল। মিরপুর টেস্টের পারফরম্যান্স তাঁকে এগিয়ে দেয় আরও চার ধাপ অর্থাৎ শীর্ষস্থানে।
0 comments:
Post a Comment