প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে সোমবার। এবার ফল ঘোষণা হবে গ্রেড পদ্ধতিতে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন দুপুর আড়াইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলাফলের অনুলিপি দেবেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে ফলাফল জানা যাবে।
এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে।
ইবতেদায়ীর জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল পাওয়া যাবে ফিরতি বার্তায়।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊগওঝ কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ২৩ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকে এক লাখ ৭৮ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী।
সারা দেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্র ছাড়াও সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতারের দোহা, সংযুক্ত আবর আমিরাতের আবুধাবী ও রাসআলখাইমাহ, লিবিয়ার ত্রিপলি, বাহরাইন ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা কেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হয়। বিদেশের কেন্দ্রেগুলোতে পরীক্ষা দেয় ৬৩২ জন শিক্ষার্থী।
এবার সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ছাত্র-ছাত্রী টেলেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment