আশার কথা হলো জরিপে মতামত প্রদানকারী সবাই আমেরিকান। গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মুঠোফোনে এ জরিপ চালানো হয়। মোট দুই হাজার ২৬০ জন আমেরিকানের মধ্যে এই জরিপ চালায় পিউ রিসার্চ সেন্টার এবং আমেরিকান লাইফ প্রজেক্ট।
জরিপের পর বলা হয়েছে, তাদের মধ্যে এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আছে, যারা তেমন কোনো কারণ ছাড়াই নাকি ব্যবহার করে ইন্টারনেট। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৫৩ শতাংশ শুধু মজা এবং সময় পার জন্যই ব্যবহার করে ইন্টারনেট।
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬৫ বছর বয়সী ব্যক্তিরা জরিপে অংশ নিয়ে বলেছেন, ‘পূর্বের দিনগুলোতে আমরা অনলাইনে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বসতাম।’ আর ৫৮ শতাংশ মানুষ ইন্টারনেটকে সময় পার করার মাধ্যম হিসেবে এবং শুধু মজার জন্যই ব্যবহার করে থাকেন বলে ওই জরিপ থেকে জানা গেছে। ওয়েবসাইট।
0 comments:
Post a Comment