সনি’র সিইও স্যার হাওয়ার্ড জানিয়েছেন, আগামীতে সনি আনবে নতুন ধরনের টেলিভিশন। আর, নতুন এই টিভি আনতে গবেষণা এবং নকশা‘র কাজ শেষ করে ফেলেছে প্রতিষ্ঠানটি।’
অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবসের প্রসঙ্গ টেনে স্ট্রিংগার বলেছেন, ‘স্টিভ অ্যাপল টিভির ক্ষেত্রে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। বর্তমানে ফ্ল্যাট টিভিগুলো আশানুরূপ ব্যবসায়িক সাফল্য পাচ্ছে না। তাই সনি বর্তমান প্রযুক্তির টিভি তৈরির দিকে আর যাবে না।’
সনি কর্তৃপক্ষ, ট্যাবলেট, মোবাইল, কম্পিউটার এবং টেলিভিশন একই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করেছে বলেও স্ট্রিংগার নিশ্চিত করেছেন। তবে, এ টেলিভিশন বাজারে আসতে আরো কিছুদিন দেরী হবে বলেও তিনি জানিয়েছেন।
স্ট্রিংগার বলেছেন, ‘টেলিভিশন প্রযুক্তি পাল্টে দিতে আমি দীর্ঘদিন এর পেছনে ব্যয় করেছি। স্টিভ জবসের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে গত পাঁচ বছর আমি অনেক পরিশ্রম করেছি। এবং শেষতক আমি কাজ গুছিয়ে আনতে পেরেছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment