গবেষকরা জানিয়েছেন, পেশিবহুল এ ইঁদুর খুবই শক্তিশালী এবং এর জীবনীশক্তিও অনেক বেশি। এটি খাবারও খেতে পারে প্রচুর।
জিন প্রতিস্থাপন করে পেশিবহুল ইঁদুর তৈরিতে সাফল্য পেয়েছেন গবেষকরা।
লাউসেনের ইকোল পলিটেকনিক ফেডারেল (এনসিওআরআই)-এর পরীক্ষাগারে ইঁদুরের ওপর এ পরীক্ষা চালানো হয়েছে। গবেষণাগারে তৈরি এ ইঁদুরকে গবেষকরা বলছেন ‘ম্যারাথন ইঁদুর’ যা দ্রুত এবং অনেকক্ষণ দৌড়াতে সক্ষম।
মানুষের জন্য শক্তিবর্ধক ওষুধ তৈরিতে এ পরীক্ষার ফল কাজে লাগাবেন গবেষকরা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সেল’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment