সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের শিক্ষার্থীরা তাদের সিলেবাসের বাইরে উপন্যাস পড়ায় তেমন গুরুত্ব দেয় না। জানা গেছে, মাসে শতকরা ৫০ জনও নাকি উপন্যাস ছুঁয়ে দেখে না।
যুক্তরাজ্যের ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট এক জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। তথ্য অনুসারে, গড় ১১ বছর বয়সী শিক্ষার্থীদের বাড়িতে গড়ে ৫০টি করে বই রয়েছে। এ ছাড়াও বই উপহার দেয়ার প্রচলনও কম। ৮ জনের একজন বলেছে তারা বইয়ের দোকানেই ঢোকে না এবং শতকরা ৭ জন কোনোদিনও লাইব্রেরিতে ঢুঁ মারেনি।
জানা গেছে, উপন্যাস পড়ার বদলে ই-মেইল, মেসেজ, ম্যাগাজিন পড়া এবং বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করাই তাদের অবসর বিনোদনের মাধ্যম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment