রাটজার্স ইউনিভার্সিটি, স্টেস ইউনিভার্সিটি অ্যাট ফ্রেইরা দা সান্তানা এবং ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এ ক্ষুদে গাছটিকে নতুন প্রজাতি বলে নিশ্চিত করেছেন।
গবেষকরা জানিয়েছেন, এ গাছটি মাত্র ১ ইঞ্চি লম্বা হয় এবং এতে গোলাপি-সাদা ফুল ফোটে। ফুল থেকে ফল হবার পরই গাছটির অদ্ভুত বৈশিষ্ট্যটি চোখে পড়ে।
গাছটি ধীরে ধীরে মাটির দিকে নুয়ে পড়তে শুরু করে এবং বীজটি মাটিতে যত্ন সহকারে পুঁতে দেয়। এ গাছটি শুকনো মৌসুমে মরে যায় আবার বর্ষার শুরুতে বীজ ফুটে মাতৃগাছের পুঁতে রাখা বীজ থেকে অঙ্কুরোদগম ঘটে। এ পদ্ধতিকে বলে জিওকার্পি।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ফাইটোকিজ’ সাময়িকীতে। গবেষকরা নতুন এ প্রজাতির নাম ঠিক করেছেন স্পেজেলিয়া জেনুফ্লেক্সা (Spigelia genuflexa)।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment