হাঁটার শক্তি কাজে লাগানোর এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন-এর গবেষকরা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে, নেচার কমিউনিকেশন সাময়িকীতে।
গবেষক টম ক্রুপেনকিন জানিয়েছেন, মানুষ হচ্ছে শক্তি উৎপাদনকারী একটা শক্তিশালী যন্ত্র। কেবল একজন মানুষ দৌড়ের সময়ই এক কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করে। আর এ শক্তির একটি ক্ষুদ্র অংশ আধুনিক ডিভাইসের জন্য কাজে লাগানো সম্ভব।
‘এনার্জি হারভেস্টার’ নামের একটি পদ্ধতিতে মোবাইল, ল্যাপটপ, ফ্ল্যাশলাইটসহ ইলেকট্রনিক যন্ত্রগুলোর চার্জ দেয়া যায়। এ পদ্ধতিতে এনার্জি হারভেস্টারকে জুতার মধ্যে বসিয়ে দেয়া হয়, যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এমফ হারভেস্টার ওয়াই-ফাই হটস্পট হিসেবে কাজ করতে সক্ষম।
গবেষকরা জুতা থেকে বিদ্যুৎ উৎপাদনের এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘রিভার্স ইলেকট্রোওয়েটিং’।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment