জাপানের রাজধানী টোকিওর তিসুকিজি মাছের বাজারে নববর্ষের প্রথম নিলামে উঁচু দামে মাছ বিক্রির ঘটনা একটি রেওয়াজে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। নীল রঙা ওই টুনাটি যে ভাগ্যবান ব্যক্তি কিনেছেন তিনি হলেন সুসি চেইনশপের মালিক কিয়োশি কিমুরা।
গতবারও রেকর্ড দামে বিক্রি হওয়া মাছটি কিয়োশি-ই কিনেছিলেন। তিনি বলেন, ‘এ বছর মাছটি যে দামে বিক্রি হয়েছে, তা আসলেই কিছুটা বেশি।’
টুনা মাছের মজুত ক্রমেই ফুরিয়ে আসছে এবং এগুলো মাত্রাতিরিক্ত শিকার করা হচ্ছে—পরিবেশবাদীদের এ ধরনের অব্যাহত সতর্কবাণীর মধ্যেই রেকর্ডভাঙা নিলাম মূল্যে টুনা বিক্রির এ ঘটনা ঘটল। বিবিসি।
0 comments:
Post a Comment