দিনাজ-এর মতে, “দীর্ঘদিনের দাম্পত্যের অভ্যাসে এসে যেতে পারে একঘেয়েমি। সেই একঘেয়েমি কাটাতেই কাজে লাগতে পারে ফ্লার্টিং।” বাস্তবিক। সাহিত্যিক বুদ্ধদেব গুহ লিখেছেন, “বিয়ে খুব বিচ্ছিরি একটা অভ্যেস। নিজের অজান্তেই দু’টো মানুষের জীবনকে বড় পানসে করে দেয়।” তা সেই পানসে দাম্পত্যের জন্য সুস্বাদু মশলা হয়ে দাঁড়াতে পারে ফ্লার্টিং।
কিছুটা একই মত নর্দান ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভ হেনিংসেনের। অন্তত পনেরোটি সমীক্ষার ফলাফল ঘেঁটে তার ধারণা, মহিলা এবং পুরুষদের মধ্যে ‘ফ্লার্টিং মনস্কতার’ এই তফাৎ বেশ স্পষ্ট।
0 comments:
Post a Comment