তিন বছর আগে একটি প্রত্নতাত্তিক সাইটে খনন করতে গিয়ে ৩.৩ ফিট ব্যাসের একটি পাথর আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদরা। কিন্তু পাথরটির ভেতরে যে সম্পূর্ণ একটি ফসিল রয়েছে, তা এতোদিন বিজ্ঞানীদের অজানাই ছিলো।
সম্প্রতি পাথরটির সিটি স্ক্যান করে ফসিলে রূপান্তরিত হওয়া একটি আংশিক কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানীরা।
জোহানেসবার্গের ইউনিভার্সিটি অফ উইটওয়াটার্সর্যান্ডের পেলিওঅ্যানথ্রোপলজিস্ট লি বার্জার এ আবিষ্কার নিশ্চিত করে বলেন, ‘আমরা চোয়ালের হাড়, মেরুদণ্ড এবং পাঁজরের হাড়সহ একটি আংশিক কঙ্কালের ফসিল পেয়েছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment