আজ বুধবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন প্রণব মুখার্জি। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে হবে এ অনুষ্ঠান। দিনটি সামনে রেখে গতকাল মঙ্গলবার নবনির্বাচিত এই রাষ্ট্রপতির স্ত্রীর সাক্ষাৎকার নেয় টাইমস অব ইন্ডিয়া।
ফার্স্ট লেডি হওয়ার অনুভূতি জানতে চাইলে শুভ্রা মুখার্জি হেসে বলেন, ‘ভালোই লাগছে। আমার মেয়ে এখানে এসেছে। ছেলেও আসছে। আমরা অভিভূত।’
প্রণব মুখার্জি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁকে স্বাগত জানিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে শুভ্রা মুখার্জি বলেন, ‘না, না। আমরা আজকালকার দিনের স্বামী-স্ত্রীর মতো নই। আমাদের সম্পর্ক অন্য রকম। আমরা সচরাচর আবেগ প্রকাশ করি না। সব চেপে রাখি অন্তরে। ভালোবাসার কথা মুখে বলি না। বয়স হয়েছে। তাই অন্তর্মুখীনতার এই বিষয়টি আরও গভীর হয়েছে। আমার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশের ধরনটাও একদম আলাদা। প্রতিদিন স্নান সেরে তিনি আমার কপাল ছুঁয়ে মন্ত্র উচ্চারণ করেন। এর ব্যত্যয় ঘটে না কোনো দিন। এমনকি গতকালও (সোমবার) এর ব্যতিক্রম হয়নি।’ এভাবেই ভালোবাসা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির শপথ নেওয়া উপলক্ষে কিছু করবেন কি না জানতে চাইলে শুভ্রা মুখার্জি বলেন, ‘ভালোবাসা ছাড়া আর কী...’
অন্য এক প্রশ্নের জবাবে শুভ্রা মুখার্জি বলেন, ‘নতুন শাড়ি পরব কেন? অন্যদিন যে শাড়ি পরি, তাই পরব। তিনি কখনোই আমার জন্য শাড়ি কেনেন না। উনি আসলে অন্য রকম। কাজপাগল মানুষ।’
রাষ্ট্রপতি ভবন কীভাবে সাজাবেন—এ নিয়ে স্বামীর সঙ্গে আলাপ করেছেন কি না জানতে চাইলে শুভ্রা মুখার্জি বলেন, ‘না। তিনি এসবের মধ্যে নেই। গৃহসজ্জা ও ঘরকন্নার কাজের ব্যাপারে আমিই সিদ্ধান্ত নিই।’ টাইমস অব ইন্ডিয়া অনলাইন।প্রথম আলো
0 comments:
Post a Comment