হয়তো তার পথ চলার সাথে সাথে হিমু , মিসির আলি আর রুপার পথ চলা ও থেমে গেলো, কিন্তু তিনি আমাদের যে পথ দেখিয়ে গেলেন সে পথ কখনো শেষ হবে না । আর তাই নতুনের আহ্বানে হয়তো আগামীর হুমায়ূন আহমেদ এর পুনর্জন্ম ঘটবে । তবে তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি । তাঁর সৃষ্টি অমর। আমি আপনাদের মহান সেই কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদ এর জীবনী তুলে ধরছি।





