হয়তো তার পথ চলার সাথে সাথে হিমু , মিসির আলি আর রুপার পথ চলা ও থেমে গেলো, কিন্তু তিনি আমাদের যে পথ দেখিয়ে গেলেন সে পথ কখনো শেষ হবে না । আর তাই নতুনের আহ্বানে হয়তো আগামীর হুমায়ূন আহমেদ এর পুনর্জন্ম ঘটবে । তবে তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি । তাঁর সৃষ্টি অমর। আমি আপনাদের মহান সেই কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদ এর জীবনী তুলে ধরছি।

টিভি নাটক ১৯৮০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য নাটক রচনা শুরু করেন তিনি। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তার অন্যতম ধারাবাহিক নাটক - এইসব দিন রাত্রি বহুব্রীহি কোথাও কেউ নেই নক্ষত্রের রাত অয়োময় আজ রবিবার এদের বেশিরভাগই ৮০ থেকে ৯০ এর দশকে নির্মিত। সাম্প্রতিক সময়ে তিনি অনেক প্যাকেজ নাটক নির্মাণ করেছেন। 






0 comments:
Post a Comment