তাদের মতে, যদি আমরা দিনে তিন ঘন্টার বেশি সময় বসে না কাটাই তবে দুই বছর আয়ু বাড়তে পারে।
একইভাবে আমরা যদি টিভি দেখার সময় দিনে দুই ঘন্টার মধ্যে নামিয়ে আনতে পারি তবে আমাদের আয়ুর সাথে যোগ হবে আরো ১ দশমিক ৪ বছর।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব কথা বলেছেন গবেষকরা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বিষয়ক পাঁচটি ভিন্ন গবেষণার ওপর ভিত্তি করে করা এ গবেষণা ব্যক্তিগত ঝুঁকি নির্ণয়ে ততটা গ্রহণযোগ্য নয়। এছাড়া, গবেষকদের লক্ষ্যও বাস্তবসম্মত নয়।
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঝুঁকি নির্ণয় বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড স্পিগেলহল্টার বলেছেন, “এটি জনসংখ্যা বিষয়ক গবেষণা এবং বেশি সময় বসে না কাটানোর ফল কি হতে পারে সে সম্পর্কে এ থেকে ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলাও সম্ভব না।”
তিনি বলেছেন, “এ গবেষণার যৌক্তিকতা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম যদি একটু বেশি শারিরীকভাবে তৎপর থাকে তবে তাদের গড়ে বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক
0 comments:
Post a Comment