ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০ বছরের প্রচেষ্টায় রিসাত-১ নামের এ গোয়েন্দা উপগ্রহটি তৈরি করা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ উপগ্রহটি দুর্যোগের পূর্বাভাস, কৃষি বনায়ন, উচ্চমাত্রার ছবি প্রেরণ ও প্রতিরক্ষা কাজে ব্যবহূত হবে বলে জানানো হয়েছে।
রিসাত-১ উপগ্রহটি দিন ও রাতে ভূপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম। এমনকি এটি মেঘ ও কুয়াশার মধ্যেও কাজ করতে পারে।
এর আগে ১৯ এপ্রিল প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘অগ্নি-৫’ নামের একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে উৎক্ষেপণ করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র বেইজিং ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম।
ওই ঘটনার কয়েক দিনের ব্যবধানেই গতকাল বুধবার সকালে ‘শাহিন-ওয়ান এ’ নামে মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। prothom-alo
0 comments:
Post a Comment