সম্প্রতি এবারের অস্কার আসরে অভিনেত্রী নাটালি পোর্টম্যানের পরা ক্রিশ্চিয়ান ডিওরের ভিনটেজ গাউন বিক্রি হলো ৫০ হাজার ডলারে। খবর এনডিটিভির।
এবারের সেরা অভিনেতা জ্যঁ দুজারদিনের হাতে পুরস্কার তুলে দিতে লাল কালো এ পোশাকেই তিনি অস্কারের মঞ্চে উঠেছিলেন। অনুষ্ঠানে যাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত অন্য পোশাক পরার কথা থাকলেও, হঠাৎ করেই তিনি পছন্দ করে ফেলেন এ পোশাকটি। ১৯৫৪ সালের পোলকা-ডট ডিজাইনের ফিতাহীন ঐতিহ্যবাহী এ পোশাকটি তিনি ভাড়া নিয়েছিলেন রেয়ার ভিনটেজ নামের এক পোশাক ডিলারের কাছ থেকে।
পোশাকটির বর্তমান মালিক নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃটিশ নাগরিক। ভিনটেজ ফ্যাশন ওয়ারের একজন বিশিষ্ট সংগ্রাহক তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment