কার্লোস স্লিমতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ ছয় হাজার ১০০ কোটি মার্কিন ডলার। গেটসের পরের স্থানেই চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে রয়েছেন মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।
ফ্রান্সের বিলাসসামগ্রী পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী বারনার্ড আরনল্ট চার হাজার ১০০ কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। আর স্পেনের ফ্যাশনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান জারার প্রতিষ্ঠাতা অ্যামেনসিও ওরতেগা পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ তিন হাজার ৭৫০ কোটি ডলার।
সফটওয়্যার প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি এলিসন রয়েছেন ষষ্ঠ স্থানে।
শীর্ষ দশে এশিয়ার একমাত্র প্রতিনিধি হংকংয়ের কি কা-সিং। মুকেশ আম্বানি দুই হাজার ২৩০ কোটি ডলারের সম্পদ নিয়ে ভারতীয়দের মধ্যে প্রথম এবং তালিকায় ১৯তম স্থান দখল করে নিয়েছেন। এএফপি।



0 comments:
Post a Comment