তারা বলেছেন, হৃদরোগের সূত্রপাত ঘটে শিশু ভ্রুণে থাকার সময়।
আমেরিকার সানফ্রান্সিসকোর গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের গবেষকরা বলেন, ‘সিক্স-১’ নামের জিন মানবশিশু ভ্রুণ অবস্থায় থাকাকালে তার হৃদপিণ্ডে জন্ম নেয়। অন্যদিকে ‘ইয-২’ নামের জিন পরবর্তীকালে নিষ্ক্রিয় হয়ে যায়। এটা ‘সিক্স-১’ নামের জিনকেও নিষ্ক্রিয় করে দেয়।
বিজ্ঞানীরা এখন ভ্রুণে থাকাকালেই ‘ইয-২’ জিনের ফাংশান থামিয়ে দিয়ে ‘সিক্স-১’ জিনের তৎপরতা চালু রাখার পন্থা উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন। ক্লিনিক্যাল টেস্টে তারা প্রাথমিক সফলতাও পেয়েছেন।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের গবেষক প্রফেসর পিটার উইসবার্গ বলেন “গবেষণাটি অত্যন্ত মূল্যবান।”
বার্তা২৪ডটনেট/জিসা
0 comments:
Post a Comment