ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বড়রা যখন কথা বলে, মোটামুটি ছয় মাস বয়সের শিশুরা তখন ব্যাপারটি মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করে। বড়রা কথা বলার সময় বিভিন্ন শব্দ উচ্চারণ করলে কখন তাদের ঠোঁটের কী আকার হয়, সেগুলো শিশুরা পর্যবেক্ষণ করতে শুরু করে। পরে এভাবে নিজেদের ঠোঁট নাড়াচাড়া করে শিশুরা একই ধরনের শব্দ উচ্চারণ করার চেষ্টা করে। আর তখনই তাদের মুখে আপাতদৃষ্টিতে এমন এলোমেলো ও অর্থহীন শব্দগুচ্ছ শোনা যায়।
গবেষকরা বলছেন, হঠাৎ শুনে যে কারোই মনে হবে, এগুলো নিছকই অর্থহীন শব্দ। কিন্তু বাস্তবে তা নয়। মোটামুটি ওই বয়স থেকেই শিশুরা বড়দের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে নিজেরা তা অনুকরণ করে কথা বলার ক্ষমতা অর্জনের প্রথম ধাপটি শুরু করে। এটি বেশ জটিল একটি প্রক্রিয়া। গবেষকরা জানিয়েছেন, কারো কথা শোনার সময় শিশুদের মস্তিষ্কের স্ক্যান থেকে পাওয়া নানা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র : দ্য ডেইলিমেইল অনলাইন।
0 comments:
Post a Comment