কিন্তু সম্প্রতি এক জরিপের খবর শুনলে আপনিও ব্যায়ামের ব্যাপারে উত্সাহী হবেন। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ব্যায়াম করলে আপনার আয় বা বেতন বাড়বে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির চালানো এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে দাবি করা হয়েছে, সপ্তাহে অন্তত তিন দিন জগিং, সাঁতার বা জিমে ভারোত্তলন-জাতীয় ব্যায়াম করলে আয় বাড়বে ৯ শতাংশ। কারণ হিসেবে বলা হয়েছে, হালকা ব্যায়াম করলে মানুষ কর্মচঞ্চল থাকে। আর এতেই কাজ করার স্পৃহা বাড়ে। ফলাফল মাস শেষে বাড়বে আপনার আয়।
ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি আমেরিকার ১২ হাজার নাগরিকের দুই সেট প্রশ্ন দিয়েছিল। তারা সেখানে ব্যায়ামের সঙ্গে বেতন বাড়া-সম্পর্কিত প্রশ্নজুড়ে দিয়েছিলেন। গবেষকেরা দেখেছেন, ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্যর উন্নতি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় আর এতেই বাড়ে আয়। যাঁরা ব্যায়াম করেন না, তাঁদের চেয়ে যাঁরা সপ্তাহে তিনবার ব্যায়াম করেন, তাঁদের ৬ থেকে ৯ শতাংশ বেতন বাড়ে। আর যাঁরা মাসে অন্তত এক থেকে তিনবার ব্যায়াম করেন, তাঁদের বেতন বাড়ে ৫ শতাংশ।
এর আগের গবেষণায় দেখা গেছে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতেই করা হয় ব্যায়াম। কিন্তু এই গবেষণায় প্রথম দেখা গেল যে ব্যায়াম করলে বাড়বে আয়।
0 comments:
Post a Comment