এ ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে ১ হাজার এলইডি পিক্সেলে ছবি দেখা সম্ভব হবে। অর্থাৎ ফ্লোরা ব্যবহারকারী শরীরেরই এলইডি স্ক্রিন নিয়ে ঘুরবেন।
স্টেইনলেস স্টিলে তৈরি ফ্লোরা সিস্টেমে রয়েছে ১.৭৫ ইঞ্চি আয়তনের একটি বোর্ড। ডিভাইসটি ইউএসবি সমর্থন করে অর্থাৎ ইউএসবির সাহায্যে যেকোনো মুভি এ বোর্ডটি দেখাতে পারে।
ম্যাক, উইন্ডোজ, লিনাক্স চালানো যাবে এ ডিভাইসটি। জিপিএস, ব্লুটুথ, অ্যাসেলেরোমিটার, কম্পাস, সেন্সর, পিজোইলেকট্রিক, ইনফ্রারেড এলইডি, ওএলইডি, পুশ বাটন, ক্যাপাসিটিভ কিবোর্ডও সমর্থন করবে এ প্লাটফর্ম।
অ্যাডাফ্রুট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লোরা নামের পরিধেয় ইলেকট্রনিক প্লাটফর্ম বাজারে আসতে কয়েক মাস সময় লাগতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment