ফেইসবুক
প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ-এর নামে নিজের নাম রাখায় এ সোশাল
নেটওয়ার্কিং জায়ান্টের কাছ থেকে মামলার হুমকি পেয়েছেন ইসরায়েল-এর এক
ব্যক্তি আইনত যার বর্তমান নাম মার্ক জুকারবার্গ। ৭ ডিসেম্বর রটেন গুয়েজ-এর এ
ব্যক্তি তার নাম পাল্টে মার্ক জুকারবার্গ রেখেছেন। খবর ম্যাশএবল-এর।দ্বিতীয় জুকারবার্গ তার ব্যক্তিগত ওয়েবসাইট মার্কজুকারবার্গঅফিশিয়াল ডট কম-এ জানিয়েছেন, তিনি জানুয়ারি মাসে ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছিলেন কারণ মার্ক জুকারবার্গ নামে ফেইসবুকে অ্যাকাউন্ট খোলায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলো ফেইসবুক কর্তৃপক্ষ।
নতুন জুকারবার্গ মূলত ইসরায়েলি একজন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি সোশাল মার্কেটিং কোম্পানি লাইক স্টোরের প্রতিষ্ঠাতা। সেপ্টেম্বর মাসে ফেইসবুকের আইনি প্রতিষ্ঠান পার্কিন্স কোই জুকারবার্গের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুমকি দেয় কারণ তাদের বক্তব্য হচ্ছে লাইক স্টোর সাইটটি ফেইসবুকের নীতি ভঙ্গ করেছে। ফেইসবুক কর্তৃপক্ষ হুমকিতে বলেছিলো, ‘লাইক স্টোর’ বন্ধ করে ফেইসবুক ছেড়ে যেতে।
ইসরায়েল-এর এই বাসিন্দা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই গত ৭ ডিসেম্বর নিজের নাম পরিবর্তন করে জুকারবার্গ রেখেছেন। আর তাতে আবারও তিনি ফেইসবুক কর্তৃপক্ষের কাছ থেকে তাদের প্রতিষ্ঠাতার নাম অপঃব্যবহার করছেন বলে হুমকি পেয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment