এর আগে কোন একক সেলিব্রেটির ব্যবহৃত গহনা ও পোশাকের নিলামে এত কম সময়ে এত বেশি আয় হয়নি। নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টি’ এক বিবৃতিতে জানায়, এর আগে ১৯৮৭ সালে ‘ডাচেস অফ উইন্ডসর’র গহনার নিলামে সর্বোচ্চ ৫৫ মিলিয়ন ডলার পর্যন্ত উঠে এসেছিল। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিলেন অভিনেত্রী লিজ টেইলর।
নিলামে টেইলরের ৮০ ধরনের গহনা নিলামে তোলা হয়। যেখানে তার বিয়ের আংটি থেকে শুরু করে মুকুট, হীরা বসানো হ্যান্ডব্যাগ সবই ছিল।
জানা গেছে, লিজের ‘দ্য কোলোসাল রক’ নামের একটি হীরাসহ (যা পরে এলিজাবেথ টেইলরের নামেই নামকরণ করা হয়) নিলামের অধিকাংশ গহনা কিনে নেন দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী ড্যানিয়াল প্যাং।
এদিকে নিলামের এই রেকর্ড ভাঙা প্রাপ্তির ব্যাপারে লিজ টেইলরের ছেলে ক্রিস ওয়াল্ডিং বলেন, ‘মা আজ থাকলে এই ভালবাসা দেখে অনেক খুশি হতেন’।
0 comments:
Post a Comment