ফ্যাশন-প্রযুক্তি
ক্ষেত্রে এবারে যোগ হচ্ছে কম্পিউটার কিবোর্ড আদলের হাতঘড়ি। প্রচলিত কোনো
ঘড়ির মতো এর ডিসপ্লে নয়। কিবোর্ডের বাটন টিপে সময় দেখা যায় এ ঘড়িতে। খবর
গিজম্যাগ-এর।সময়, তারিখ এবং বিভিন্ন তথ্য জানার জন্য বিভিন্ন কি রয়েছে ঘড়িটিতে। একেকটি কী চাপলে সে কী টি আলো জ্বালিয়ে প্রয়োজনীয় তথ্য ডিসপ্লে করে।
যুক্তরাষ্ট্রের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াচিসমো ক্লিক এই কিপ্যাড ঘড়ি তৈরি করেছে। এ ঘড়ির দাম ধরা হয়েছে ৮৯.৯৯ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment