সম্প্রতি
গবেষকরা বলছেন, শিশুদের বিজ্ঞান, গণিতের জ্ঞান বাড়াতে তাদের সঙ্গে বুঝিয়ে
কথা বলতে হবে। গবেষকদের মতে, শিশুদের সঙ্গে কথা বলার সময় বড়, ছোটো,
ক্ষুদ্রতম এমন শব্দ ব্যবহার করে বুঝিয়ে বললে তাদের গাণিতিক দক্ষতা বাড়ে।
খবর টেলিগ্রাফ অনলাইন-এর।ইউনিভার্সিটি অফ শিকাগো-এর গবেষকরা জানিয়েছেন, যেসব দম্পতি তাদের স্কুলে যাবার বয়স হবার আগেই সন্তানদের বিভিন্ন বিষয় উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন, এবং কথা বলার সময় আকারের সঙ্গে মিলিয়ে উদাহরণ দেন, তাদের সন্তানরা অন্যদের তুলনায় বেশি দক্ষ হয়ে ওঠে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ডেভেলপমেন্টাল সায়েন্স’ সাময়িকীতে।
গবেষকরা এক থেকে চার বয়সী ৫২টি শিশুর ক্ষেত্রে এ গবেষণা চালিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment