মার্কিন সাময়িকী গ্ল্যামার জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত প্যাট কনর ৪০ বছর ধরে দম্পতিদের নানা বিষয় নিয়ে পরামর্শ দিয়ে আসছেন। তিনি এ পর্যন্ত ২০০টির বেশি বিয়ে পড়িয়েছেন। বিয়ে-পূর্ব পরামর্শ দানের সঙ্গেও তিনি জড়িত। ক্যাথলিক মতাবলম্বী এই পাদ্রি ‘ভুল’ লোককে বিয়ে করার কুফল সম্পর্কে স্থানীয় বিভিন্ন উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন। কনর বিশ্বাস করেন, ‘প্রাণের বন্ধু’ বলে কেউ নেই। শুধু প্রেমিকদের সঙ্গেই অঙ্গীকার করা যায়।
নারীরা সাবধান। ভুল করেও কনরের তালিকায় থাকা আটটি গুণ ভুলবেন না। গুণগুলো হলো মায়ের আঁঁচল ধরে থাকা ছেলে; যেসব পুরুষ ঠিকভাবে অর্থকড়ির ব্যবস্থা করতে পারেন না; যাঁদের কোনো বন্ধু নেই; যেসব পুরুষ লোকজনের মধ্যে প্রেমিকাকে একা ছেড়ে যান; রেস্তোরাঁ বা ক্যাফেতে ওয়েটারদের সঙ্গে যাঁরা খারাপ আচরণ করেন; যেসব পুরুষ নিজেদের উপহাস করতে পারেন না; যাঁরা কর্তৃত্ব ভাগাভাগি করতে পারেন না এবং যেসব পুরুষ প্রেমিকার চাহিদার বিপরীতে কখনোই নিজের চাহিদার কথা জানান না।
0 comments:
Post a Comment