পুলিশ জানায়, রাজ্যর গৃহায়ণমন্ত্রী ভি সোমান্না রাজ্য সচিবালয়ের নিজ কক্ষ থেকে বের হওয়া মাত্রই জুতা নিয়ে মন্ত্রীর ওপর চড়াও হন বি এস প্রসাদ নামে একজন ঠিকাদার। অবশ্য এ ঘটনায় মন্ত্রীর সমর্থকদের হাত থেকে রেহাই পাননি প্রসাদ। তাঁরা কিল ঘুষি দিয়ে প্রসাদকে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে তাঁকে হাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, ‘তোমাকে আমি কি এমন করেছি? তুমি জুতা দিয়ে আমাকে পেটাচ্ছ কেন— হতভম্ব হয়ে হামলাকারীর উদ্দেশ্য এসব কথা বলছিলেন মন্ত্রী ভি সোমান্না।’
বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার জ্যোতি প্রকাশ মীরজি বলেন, ‘এ সময় নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখবে।’
এ ঘটনার পর মন্ত্রী ভি সোমান্না সাংবাদিকদের বলেন, ‘যতদূর মনে পড়ে তাঁর সঙ্গে আমার দুবার দেখা হয়েছে। আমার অফিসে তিনি দ্বিতীয়বারের মতো এলেন। এর আগে প্রসাদ আমার অফিসে একটি সুপারিশ নিয়ে এসেছিলেন। আমি তা করেছিলাম। কিন্তু তাঁর আক্রমণের কারণ কি, আমি তা জানি না।’
আক্রমণের কারণ সম্পর্কে মন্ত্রী না বললেও আক্রমণকারী প্রসাদকে বলতে শোনা যায়—আক্রমণের কারণ আমি প্রকাশ করব না বা বলব না।
প্রসাদ রাজ্য বিজেপির কাছ থেকে সচিবালয়ে ঢোকার পাস সংগ্রহ করেন। খবর পিটিআই।
0 comments:
Post a Comment