কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিব আছেন পাঁচে। বোলিংয়ে টেস্ট ও ওয়ানডে দুই তালিকারই শীর্ষ দশে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, টেস্টে আটে ও ওয়ানডেতে নয়ে। ব্যাটিংয়ে দুই তালিকাতেই বাংলাদেশের সেরা দুজন আছেন ২১ নম্বরে, টেস্টে তামিম ও ওয়ানডেতে সাকিব।
ইংল্যান্ডের গ্রায়েম সোয়ানকে সরিয়ে ওয়ানডের সেরা বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। ফলে টেস্ট ও ওয়ানডের ব্যাটিং-বোলিং চার বিভাগের এক নম্বর জায়গা চলে গেল দক্ষিণ আফ্রিকানদের দখলে। মরকেলকে ছাড়াও হাশিম আমলা (ওয়ানডে ব্যাটিং), জ্যাক ক্যালিস (টেস্ট ব্যাটিং) ও ডেল স্টেইনের (টেস্ট বোলিং) দখলেই এখন এক নম্বর স্থানগুলো। ওয়েবসাইট।
0 comments:
Post a Comment