চিকিৎসক সময় বেঁধে দিয়েছেন নভেম্বরে। আর সেই হিসাবে বচ্চন পরিবারে নভেম্বরে জন্ম নেওয়া ষষ্ঠ সদস্য হতে যাচ্ছেন অনাগত বচ্চন। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন—দুজনই পুরো নভেম্বর মাস কাজ থেকে ছুটি নিয়েছেন। ধুম ৩ ছবির শুটিং নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও বচ্চনদের অনুরোধে তা আর হচ্ছে না। এ কারণে ধুম ৩ মুক্তির তারিখও ২০১২ থেকে পিছিয়ে ২০১৩-তে নেওয়া হয়েছে।
কেমন আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন? তা দেখতেই গত সোমবার জুহুর জলসা বাংলোতে ঢল নেমেছিল নারী তারকা ও পুরুষ তারকাদের স্ত্রীদের। ঐশ্বরিয়ার গোদ-ভারাই বা বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শাশুড়ি জয়া বচ্চন। পুত্রবধূ কী পোশাক পরবেন, সঙ্গে কী গয়না পরবেন, অনুষ্ঠানে অতিথি কারা থাকবেন, খাবারের মেন্যু কী হবে—সব একাই ঠিক করেছেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন তখন সিডনিতে লিওনার্দো ডিক্যাপ্রিও, টবি ম্যাগুরের সঙ্গে দ্য গ্রেট গেটস্বি ছবির শুটিংয়ে ব্যস্ত। অভিষেক জয়পুর থেকে, বোন শ্বেতা বচ্চন দিল্লি থেকে এসেছিলেন মা জয়াকে সহযোগিতা করার জন্য। অভিষেক পরেছিলেন হালকা সোনালি রঙের কুর্তা-পায়জামা, ঐশ্বরিয়ার পরনে ছিল আবু জানি-সন্দীপের তৈরি স্যাফরন-লাল রঙের লেহেঙ্গা, সঙ্গে ফুলের গয়না। অনুষ্ঠান শেষে রীতি অনুযায়ী ডেলিভারির আগ পর্যন্ত মায়ের বাড়িতেই থাকতে হচ্ছে ঐশ্বরিয়াকে। তাই স্বামীর বাড়িতে সেদিন দীপাবলির আলোকসজ্জা দেখতে চেয়েছিলেন অ্যাশ। তাঁর অনুরোধেই পুরো বাড়ি সেজেছিল ফুলের মালায়, আলোর খেলায়। ঐশ্বরিয়ার প্রিয় দক্ষিণ ভারতীয় খাবার ছিল মেন্যুতে। ঐশ্বরিয়াকে মধ্যমণি করে নেচে-গেয়ে অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলেছিলেন সায়রা বানু, আশা পারেখ, ডিম্পল কাপাডিয়া, শ্রীদেবী, টুইঙ্কল খান্না, নীলম, কাজল, সরোজ খান, ঊর্মিলা, সোনালী বান্দ্রে, মান্যতা দত্ত, মানা শেঠি, নীতু কাপুর সিং, বৈভবী মার্চেন্ট, বিপাশা বসু, গৌরী খান, সুজান রোশন, করণ জোহর। ঐশ্বরিয়াও কৃতজ্ঞতাস্বরূপ নিজের ডিজাইন করা ওড়না উপহার দিয়েছেন প্রত্যেক অতিথিকে। বচ্চনরা বাড়াবাড়ি পছন্দ না করলে কী হবে! সেদিনও জলসার বাইরে শত শত আলোকচিত্রীর সমুদ্র তৈরি হয়েছিল। কেউ রাস্তায়, কেউ গাছে চড়ে, কেউ অন্য অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ছবি তোলার চেষ্টা করেছেন। এসব দেখে অনেকের প্রশ্ন, জন্ম নেওয়ার আগেই যিনি তারকা বনে গেছেন, তিনি জন্ম নিলে না জানি কী হয়!
রুম্মান রশীদ খান
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, রেডিফ, ফিল্মফেয়ার, আপুন কা চয়েস, বিহাইন্ডউডস, ফার্স্টপোস্ট, ডিএনএ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া, প্রোকেরালা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ম্যাডামতুসো, দাইজিওয়ার্ল্ড, সউফনিউস, বিজনেস ওয়্যার ইন্ডিয়া ডট কম অবলম্বনে
0 comments:
Post a Comment