ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত মাইক্রোসফটের ইউজার ইন্টারফেস সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি-২০১২) সিম্পোজিয়ামে এ প্রযুক্তি দেখানো হয়েছে।
প্রযুক্তিটির নাম দেয়া হয়েছে ‘অমনিটাচ’। প্রযুক্তিটি নিত্যব্যবহার্য যেকোনো কঠিন পৃষ্ঠেই টাচস্ক্রিন তৈরি করতে পারে।
এ প্রযুক্তিটি লেজারভিত্তিক পিকো প্রজেক্টর এবং ডেপথ সেন্সিং ক্যামেরা ব্যবহার করে তৈরি। ডেপথ ক্যামেরার প্রটোটাইপ তৈরি করেছে ক্যামেরা নির্মাতা প্রাইমসেন্স। যখন ক্যামেরা এবং প্রজেক্টর একসঙ্গে কাজ করে তখন টাচস্ক্রিন প্রযুক্তি যেকোনো পৃষ্ঠেই শনাক্ত করতে পারে।
গবেষকরা বলছেন, এ প্রযুক্তিতে বাস্তবে কোথায় স্পর্শ করা হয়েছে তাতে কিছু যায় আসে না। এর মাধ্যমে আঙুলকে শনাক্ত করা হয় এবং তার নড়াচড়া লক্ষ্য করা হয়।
এ প্রযুক্তিটি মাইক্রোসফটের ভবিষ্যৎ ডিভাইসগুলোতে ব্যবহার করা হবে বলেই জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment