এভারেস্টের পাশেই ১৮ হাজার ৫১৪ ফুট উচু ‘কালা পাথর’ চুড়ায় বসানো হয়েছে ক্যামেরাটি। এ ক্যামেরাটি দিয়ে ৮৮৮৪ মিটার উচু এভারেস্ট চূড়ার হাইডেফিনেশন (এইচডি) ছবি তোলা যাবে।
এভারেস্টে বসানো এ ওয়েবক্যামটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচুতে স্থাপন করা কোনো ওয়েবক্যামেরা’র খেতাব পেয়েছে। এর আগে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকোংকাগোয়া শৃঙ্গে ৪ হাজার ৩ ৮৯ মিটার উঁচুতে স্থাপন করা ক্যামেরাটিই ছিলো এ খেতাবের দাবিদার।
এম ১২ মডেলের এ ওয়েবক্যামটি জার্মানভিত্তিক নিরাপত্তা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান মবোটিক্সের তৈরি।
ওয়েবক্যামটি চলবে সৌরশক্তি ব্যবহার করে। ফলে, তারহীনভাবে কাজ করতে পারলেও এ ক্যামেরাটি কেবল দিনের বেলাতেই কাজ করবে। তবে এটি খারাপ আবহাওয়াতেও কাজ করতে পারবে বলেও জানা গেছে। ক্যামেরাটি হিমাঙ্কের নিচে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ভালো এক্সপোজারে ছবি তুলে পাঠাতে পেরেছে।
‘এভারেস্ট শেয়ার ২০১১’ নামের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এ ওয়েবক্যামটি বসানো হয়েছে। গবেষণার জন্য তথ্য ছাড়াও এভারেস্টের সৌন্দর্যের ছবিও তুলবে এ ক্যামেরাটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment