আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, কোথাও কোথাও ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়তে পারে।
তুষারঝড়ের কারণে ওয়াশিংটন থেকে বোস্টন পর্যন্ত বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। আবহাওয়ার খবরে সতর্ক করে দিয়ে বলা হয়, রাতে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এমএসএনবিসি জানায়, তুষারঝড়-কবলিত এলাকার ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
নিউ জার্সিতে ‘মারাত্মক আবহাওয়া পরিস্থিতির’ কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি টুইটারে লিখেন, নিউ জার্সিতে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। তিনি জনগণকে রাস্তাঘাটে বের না হওয়ার পরামর্শ দেন।
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এবং ওই বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোর গড়ে ছয় ঘণ্টা দেরি হচ্ছে। এ ছাড়া নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের সমস্যা হচ্ছে।
ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটের গড় বিলম্ব আড়াই ঘণ্টা।
তুষারঝড়ের কারণে সংকেতব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফিলাডেলফিয়া ও হ্যারিসবার্গের মধ্যকার অ্যামট্রাক ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
নিউ জার্সির গভর্নর ক্রিস্টি বলেন, রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় উল্লেখযোগ্যসংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া অনেক ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, কানেটিকাট ও নিউ জার্সির অনেক জায়গায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়তে পারে। এ ছাড়া নিউইয়র্কের ম্যানহাটানে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। সেখনে গত কয়েক দশকের মধ্যেঅক্টোবর মাসে তুষারপাতের ঘটনা এটাই প্রথম। মেরিল্যান্ড ও পশ্চিম ভার্জিনিয়ার বেশ কয়েকটি শহরে এরই মধ্যে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়েছে।
আবহাওয়াবিদেরা জানান, হার্টফোর্ড, কানেটিকাট, এলেনটাউন, পেনসিলভেনিয়া, ওর্স্টার ও ম্যাসাচুসেটসে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়তে পারে। এএফপি, রয়টার্স।
0 comments:
Post a Comment