কিন্তু সঞ্জয় শর্মা ভেবেছিলেন। ভেবে কেবল বসে থাকেননি, ক্যানসার রোগীদের জন্য তহবিল সংগ্রহে এই যানে চেপে সত্যিই ১০ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান তিনি। মাঝখানে পাড়ি দিয়েছেন ১৪টি দেশ।
৪৪ বছর বয়সী সঞ্জয় যুক্তরাজ্যভিত্তিক তথ্যপ্রযুক্তিবিদ। ১৭৫ সিসি ইঞ্জিনবিশিষ্ট কালো ও হলুদ রঙের এই অটোরিকশা নিয়ে ১৪ জুলাই তিনি লন্ডন থেকে ভারতের পথে রওনা হন। সঙ্গে ছিলেন আরও দুই সঙ্গী। ফ্রান্স, বুলগেরিয়া, ইরানসহ ১৪টি দেশ পাড়ি দিয়ে নয়াদিল্লি পৌঁছান। ভারতে তিনি ৪০ লাখ রুপি পাবেন বলে আশা করছেন।
সঞ্জয় ২০০৮ সালে ভারত থেকে অটোরিকশাটি কেনেন। এটি ছিল তাঁর অন্যতম আয়ের উ ৎস। যুক্তরাজ্যে ভারতীয়দের বিয়েতে ঘোড়ার গাড়ির বিকল্প হিসেবে অটোরিকশাটি ভাড়া দিতেন তিনি।
ক্যানসার রোগীদের জন্য তহবিল সংগ্রহে ওই অটোরিকশায় করে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন সঞ্জয়। এটির ব্রেক বদলানো হয়, দরজা লাগানো হয়, আসনগুলো আরও আরামদায়ক করা হয়। তবে ইঞ্জিন পরিবর্তন করা হয়নি। সঞ্জয় জানান, লন্ডন থেকে নয়াদিল্লি আসার পথে প্রতিটি দেশেই তাঁরা সমাদৃত হয়েছেন। সবাই তাঁদের এ উদ্যোগে সমর্থন জানিয়েছে। রয়টার্স।
0 comments:
Post a Comment