লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেন, আলফা রশ্মির বিকিরণ প্রাথমিক পর্যায়ে ক্যানসারের কোষবাহী টিউমারের বিস্তার ঠেকাতে সক্ষম হয়েছে। প্রোস্টেট ক্যানসার রোগীদের ওপর শক্তিশালী আলফা রশ্মি ব্যবহার করে চিকিৎসকেরা দেখেছেন, এতে রোগীরা কম কষ্ট পায়। এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম। চিকিৎসা নেওয়া রোগীরা এই ক্যানসারে আক্রান্ত অন্যদের চেয়ে কিছুটা বেশি সময় বাঁচেন।
এক শতাব্দীরও বেশি সময় ধরে টিউমারের ক্ষতিকর কোষের বিস্তার রোধে রশ্মি ব্যবহূত হচ্ছে। এই রশ্মি ক্যানসার ছড়িয়ে পড়ার জেনেটিক কোড ধ্বংস করে। রশ্মির জগতে আলফা কণা বড় ও বিপুল। এটা বেটা রশ্মির চেয়েও অনেক বড়।
গবেষক দলের প্রধান ক্রিস পার্কার বলেন, আলফা রশ্মি এক, দুই বা তিনবারের বেলায়ই ক্যানসারের কোষ ধ্বংস করতে সক্ষম। বেটা রশ্মির ক্ষেত্রে এটা কয়েক হাজারবার লাগে। এ ছাড়া আলফা কণা ক্যানসারের আশপাশের কোষগুলোর কম ক্ষতি করে। প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় এটা উল্লেখযোগ্য অগ্রগতি বলে তিনি দাবি করেন।
ক্যানসার রিসার্চ ইউকের রেডিওথেরাপি বিশেষজ্ঞ এবং গ্রে ইনস্টিটিউট ফর রেডিয়েশন অনকোলজি অ্যান্ড বায়োলজির পরিচালক অধ্যাপক গিলিস ম্যাককেনা বলেন, গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে থাকা টিউমারের চিকিৎসার ক্ষেত্রে এ ফলাফল অর্জন গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বিবিসি।
0 comments:
Post a Comment