গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নিউ জার্নাল অফ ফিজিক্স’ সাময়িকীতে।
এ আলখাল্লা এখনও নকশা পর্যায়ে রয়েছে। গবেষকরা আশা করছেন, এ ডিভাইসটি তৈরি করা হলে চিকিৎসাক্ষেত্রে নতুন দুয়ার খুলে যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ম্যাগনেটিক ইমপ্ল্যান্ট ব্যবহারকারী ব্যক্তি কোনো ক্ষতি ছাড়াই এমআরআই স্ক্যান করাতে পারবেন। এ ছাড়াও এ আলখাল্লা যুদ্ধজাহাজকে মাইন বিস্ফোরণ থেকেই রক্ষা করবে।
এ আলখাল্লাটির অবশ্য নেতিবাচক দিকও রয়েছে। এটি তৈরি করা হলে বোমা, বা কোনো অস্ত্র নিয়ে অপরাধীরা যে কোনো স্থানে হামলা করতে পারবে। কারণ পরীক্ষায় ধরা পড়বে না তার লুকোনো অস্ত্রটি।
ইমপেরিয়াল কলেজ লন্ডন-এর গবেষক জন পেনড্রি জানিয়েছেন, ‘অদৃশ্য আলখাল্লা তৈরিতে এ প্রযুক্তিটি আরো একধাপ এগিয়ে দেবে।’
অবশ্য, এটাই প্রথম অদৃশ্য আলখাল্লা তৈরির ঘটনা নয়। ইতোমধ্যে সিল্ক ব্যবহার করে অদৃশ্য পোশাক তৈরির গবেষণায় এগিয়েও গেছেন গবেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment