এ ব্যাপারে মামলা হলেও শিকারিদের আটক করা সম্ভব হয়নি।
রোববার সকালে সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের জয়মনি গ্রামে এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো জানান, সুন্দরবনের ভরাট হয়ে যাওয়া খড়মা খাল পার হয়ে ভোরে একটি চিত্রল মায়া হরিণ জয়মনি গ্রামে ঢুকে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ সময় ওই গ্রামের গোলাম সরদার ও মানিক তালুকদার নামে দুই শিকারি লোকজন নিয়ে হরিণটিকে ধরে ফেলে এবং জবাই করে।"
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জবাই করা হরিণটি উদ্ধার করে। এ সময় শিকারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় গোলাম সরদার ও মানিক তালুকদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা আবুল কালাম।
উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ১৫ কেজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment