সম্প্রতি
জানা গেছে, প্রায় আলোর গতিতে কাজ করতে সক্ষম একটি কম্পিউটার চিপ তৈরির
কাজে হাত দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (আইবিএম)-এর
গবেষকরা। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই চিপ মার্কিন সেনাবাহিনীর কম্পিউটার এবং রেডারে ব্যবহৃত হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর গবেষকদের উদ্ভাবিত গ্রাফিনি থেকেই নতুন এ চিপ তৈরি করছেন আইবিএম-এর গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে এ চিপটি। একটি স্নায়ু যেভাবে কাজ করে এবং মস্তিষ্কে অনুভূতি তৈরি করে সেভাবেই কাজ করবে এ চিপটি।
গবেষকরা জানিয়েছেন, নতুন এ চিপটি ১ অণু পরিমাণ পাতলা স্তরের কার্বনে তৈরি। এতোদিন গ্রাফিনি কেবল ব্যাটারি এবং টাচস্ক্রিন প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হলেও এবারই প্রথম ইলেকট্রনিক কাজে এর ব্যবহার শুরু করেছেন আইবিএম গবেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment