সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাসার কেপলার নভোযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ কৃষ্ণ গ্রহটির সন্ধান পেয়েছেন গবেষকরা। তারা এ গ্রহটির নাম দিয়েছেন টিআরইএস-২বি।
গবেষকরা জানিয়েছেন, টিআরইএস-২বি নামের এ গ্রহটি থেকে শতকরা ১ ভাগেরও কম আলো বের হয়ে আসতে পারে। ফলে, এটি অন্যান্য সব গ্রহ বা উপগ্রহের চেয়ে বেশি কালো। এমনকি, কালো রঙের যে প্রতিফলন তৈরি হয় সেটিও এ গ্রহটির ক্ষেত্রে খুব কম হয়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘মান্থলি নোটিসেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে।
গবেষকরা গ্রহটি সম্পর্কে বলেছেন, বৃহস্পতির সমান আকারের এ গ্রহটি পৃথিবী থেকে সাড়ে সাতশো আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যাসের তৈরি এ গ্রহটি ২০০৬ সালে ট্রান্স-আটলান্টিক এক্সোপ্লানেট সার্ভের সময় আবিষ্কার করেছিলেন তারা।
গ্রহটি জিএসসি ০৩৫৪৯-০২৮১১ নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।
গবেষকরা জানিয়েছেন, গ্রহটির তাপমাত্রা ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গ্রহে থাকা বাষ্পীয় সোডিয়াম, পটাশিয়াম এবং গ্যাসীয় টাইটানিয়াম অক্সাইড আলো শুষে নেয়। তবে, অতি তাপমাত্রা গ্রহটিতে মাঝে মাঝে কালোর মধ্যে লাল আভা দেখায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment