আপনি কতোখানি বুদ্ধি মাথায় রাখেন তা মেপে দেখতে চাইলে এই ছোট ছোট প্রশ্ন কয়টির উত্তর দিতে চেষ্টা করে দেখতে পারেন……..
নীচে ৪টি প্রশ্ন দেয়া হ’লো এবং ১টি বোনাস প্রশ্ন । ঝটপট আপনাকে সবক’টির জবাব দিতে হবে । খাতা-কলম হাতের কাছ থেকে সরিয়ে রাখুন । প্রশ্নটি পড়তে সময় নিতে পারবেন কিন্তু উত্তর দিতে বেশী সময় নিতে পারবেন না , বোঝা গেছে ?
।
।
দেখা যাক, আসলেই আপনি কতোখানি বুদ্ধিমান………….
রেডী ?
দেন গো…………..
১ম প্রশ্ন
আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?
?
?
উত্তর – আপনি যদি মনে করেন, আপনি প্রথম হয়েছেন তা হলে আপনার বুদ্ধি নিয়ে একটু সন্দেহ দেখা দেবে । কারন আপনি কেবল দ্বিতীয় অবস্থানটি ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানটিই গ্রহন করেছেন মাত্র । ফার্স্ট হননি।
নাউ, ট্রাই নট টু স্ক্রু নেক্সট টাইম ……. এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন….. খেয়াল রাখবেন প্রথমবার যতো সময় নিয়েছেন দ্বিতীয় প্রশ্নে এতো সময় নিতে পারবেন না …… ও কে ?
২য় প্রশ্ন
যদি আপনি শেষের ব্যক্তিকে পেছনে ফেলতেন ? তবে আপনার অবস্থান কতো হতো ?
?
?
উত্তর – এবার যদি বলেন আপনি শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছেন, তা হলে “স্যরি” । আবার ভুল করে ফেললেন । আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?............
হতাশ করলেন । ভাবছিলুম আপনি বেশ চালাক । আপনাকে এখোন বুদ্ধিমান বলা যাবে কি ?
এবারে তৃতীয় প্রশ্ন
এটি আপনার জন্যে ছোট একটি অংক । কিন্তু একটু “ট্রিকি” বা জটিল বলতে পারেন ।আগেই বলেছি নো খাতা-কলম । অংক তো, মাথা দিয়ে করতে হবে । ক্যালকুলেটর ও চলবেনা । ওটা দুরে রাখুন আর মোবাইল ও “অফ” রাখুন ।
তৃতীয় প্রশ্ন
সংখ্যা ১০০০ নিন । এর সাথে ৪০ যোগ করুন । এবার এর সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ৩০ যোগ দিন । যা পেলেন তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ২০ যোগ দিন ।এবার যা দাঁড়ালো তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ১০ যোগ দিন ।সর্বমোট কত হ’লো ?
৫০০০ হ’লো কি ? নাকি বেশী ?
উত্তর – সঠিক উত্তরটি ৪১০০ । বিশ্বাস না হ’লে এবারে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন ।
আসলে আজকের দিনটিই আপনার জন্যে নয় মনে হয় । দেখা যাক, শেষ প্রশ্নটি আপনি পেরেও যেতে পারেন ।
চতুর্থ প্রশ্ন
মেরীর বাবার পাঁচ পাঁচটি মেয়ে ।
বড়টির নাম “ NANA” । দ্বিতীয়টি “NENE” । তৃতীয়টি “NINI” এবং চতুর্থটি“NONO” । পঞ্চমটির নাম কি ?
?
?
?
?
আপনার উত্তরটি কি “NUNU” ?
।।।
অবশ্যই “NUNU” নয় । তার নাম “মেরী” । প্রশ্নটি আবার ভালো করে পড়ুন ।
ওক্কে, এবার বোনাস রাউন্ড । আমি নিশ্চিত নই, এটা আপনারা আগে থেকেই জানেন কিনা ।
তবু ও শুরু হোক – এক বোবা লোক গেছেন দোকানে টুথব্রাশ কিনতে । দাঁত মাজার ভঙ্গী করে আকারে ঈঙ্গিতে সে দেখালো তার কি চাই । সেলসম্যান তাকে সঠিক জিনিষটিই দিলেন ।
এবারে একজন অন্ধ এলেন দোকানে, তার একখানি “সানগ্লাস” চাই । বলুন কি ভাবে সে “সানগ্লাস”টি চাইবে ?
?
?
?
?
আপনার বুদ্ধির মতোই এক্কবারে সোজা । মুখ ফুটে বলবে………….
এবার কি বিদায় নেয়া যায় ??????????????????????????
সূত্র সামহোয়ার ইন ব্লগ
0 comments:
Post a Comment