এদের অফিসিয়াল সাইটে – প্রথমে DV 2012 Entrant status Check থেকেঃ http://www.dvlottery.state.gov/ESC/ লিংকটিতে ক্লিক করুন ।
নিচের ছবিটি দেখুনঃ
এরপর যে পেজটি আসবে তাতে Continue লিংকটিতে ক্লিক করবেন । নিচের ছবিটি দেখুনঃ
এরপর আপনার DV সম্পর্কিত ইনফরমেশন নেওয়ার জন্য তিনটি বক্স সম্বলিত একটি পেজ আসবে । নিচের ছবিটি দেখুনঃ
Confirmation Number:*
এখানে প্রথমে Confirmation Number:* বক্সে আপনার DV Form এ যে ১৬ ডিজিট/সংখ্যার Confirmation Number: রয়েছে তা এই বক্সে নির্ভূলভাবে টাপট করুন । এই ১৬ ডিজিটের Confirmation Number নাম্বারগুলো দেখতে এইরকমঃ 20129VBYNK4C81CZLast/Family Name:*
Last/Family Name:* এর ঘরে আপনার DV 2012 এর ফর্মে যে শেষ নামটি রয়েছে তা টাইপ করুন । আপনার কাছে যে DV 2012 এর ফর্ম রয়েছে তার দিকে লক্ষ্য করে দেখুন – প্রথমেই Entrant Name এর ঘরে আপনার নামটি রয়েছে । যেমনঃ আমার ফর্মে নাম রয়েছে –Nill, Md. Akash . এখানে Nill টি হলো Last/Family Name . যদি আপনার কোন Last/Family Name না থাকে তবে No Last/Family Name বক্সে টিক চিহ্ন দিয়ে দিন ।Year of Birth:*
আপনার DV Form এ Year of Birth ঘরে যে জন্ম সালটি রয়েছে তা এই বক্সে টাইট করে দিন ।সবকিছু ঠিকঠাক মত টাইপ করে CONTINUE বাটনে ক্লিক করুন ।
CONTINUE বাটনে ক্লিক করার পর Captcha Page আসবে সেখানে ক্যাপচাটি সঠিকভাবে টাইপ করে SUBMIT বাটনে ক্লিক করুন । নিচের ছবিটি দেখুনঃ
SUBMIT বাটনে ক্লিক করার পর আপনি DV পেয়েছেন কিনা তা প্রদর্শন করবে । যদি আপনি DV পেয়ে থাকেন তাহলে আপনাকে Success Message দেখাবে আর আমার মত যদি বড় কপাইল্লা এবং চরম সৌভাগ্যবান লোক হয়ে থাকেন তাহলে নিচের মত একখান Direct আমেরিকার ভিসা পেয়ে যাবেনঃ
0 comments:
Post a Comment